ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, ‘যেকোনো মূল্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ষকদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে সাদা দলের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন অধ্যাপক মোর্শেদ খান। মানববন্ধনের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করা।
অধ্যাপক মোর্শেদ খান বলেন, ‘৫ আগস্টের পর এত দ্রুত সরকারের প্রতি দাবি জানাতে দাঁড়াতে হবে, এমন আশা আমরা করিনি। তবে, পরিস্থিতি আমাদের বাধ্য করেছে দাঁড়াতে। ৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের মা-বোনেরা আত্মত্যাগ করেছেন, ৯০-এর আন্দোলনে নারীরা প্রথম থেকেই রাজপথে ছিলেন। আজ আমরা সেই নারীদের নিরাপত্তা দিতে পারছি না, এটা সরকারের জন্য লজ্জা, আমাদের জন্যও লজ্জা।’
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের আপনি এখনও প্রমোট করছেন, যা দেখে আমরা উদ্বিগ্ন। সরকার দলীয়করণ করতে চাচ্ছে, কিন্তু এটা শুধু ক্ষতি করবে। আপনারা জনগণের দেওয়া সুযোগ কাজে লাগান এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুন।’
মোরশেদ খান আরও বলেন, ‘আমাদের নারীরা আজ কোনো নিরাপত্তা পাচ্ছে না। আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না, তাই মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছি।’
বিজ্ঞাপন
এ সময় সাদা দলের অন্য সদস্যরা, যেমন— অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক নাসরিন সুলতানা, এবং অধ্যাপক তাহমিনা আক্তারও বক্তব্য দেন।
এমই/এইউ