শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

নিহত ছাত্রদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

নিহত ছাত্রদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

নারায়ণগঞ্জে ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছুড়িকাঘাতে নিহত ছাত্রদল নেতা অপূর্বের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১০ মার্চ) রাতে তিনি নিহত অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

গত রোববার রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে মাগুরায় শিশু ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব।


বিজ্ঞাপন


এ সময় নিহত অপূর্বের পরিবারের খোঁজখবর নিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। তারেক রহমান তাদের সঙ্গে যোগাযোগ করে অপূর্বের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অপূর্বের বাবা জানান, বিএনপি করতে গিয়ে গত ১৭ বছর ধরে কোনো কাজ করতে পারেননি তিনি। একসময় নির্যাতনের শিকার হয়ে একটি পা প্রায় হারিয়েছেন এবং এখন তার ছেলে অপূর্বকে হারিয়ে দুঃখপ্রকাশ করেন। তারেক রহমান বলেন, ‘আমি নিজেও আমার ভাইকে হারিয়েছি। আপনার মতো দেশের হাজার হাজার মানুষ গত ১৭ বছর ধরে নির্যাতিত।’

শ্যামল মালুম বলেন, নারায়ণগঞ্জে অতীতের শাসকরা যে অপরাধীদের সৃষ্টি করেছেন, তারা এখনো অপরাধ চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে এসব অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর