বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হোন, ৫ বছর পড়ুন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১১:১৬ এএম

শেয়ার করুন:

‘নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হোন, ৫ বছর পড়ুন’
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

নামের আগে ডাক্তার লিখতে চাইলে মেডিকেলে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়াশোনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমবিবিএস না পড়ে ডাক্তার লিখতে চাওয়া অযৌক্তিক দাবি বলেও জানান তিনি।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অডিটোরিয়ামে ‘রমজানের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা ও ইফতারে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারীদের প্রতি এ আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


ডিএমএফ ডিগ্রিধারীদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘মেধার ভিত্তিতে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়তে হয়। যারা ডাক্তার লিখতে চান, আপনারা মেডিকেলে ভর্তি হয়ে পাঁচ বছর ডাক্তারি পড়েন। তাহলে ডাক্তার লিখতে কারো আপত্তি থাকবে না। এখন আপনি মেধায় মেডিকেলে ভর্তি হতে পারবেন না, ডাক্তারি না পড়ে বলতে চাইবেন, আমাকে নামের পূর্বে ডাক্তার লিখতে হবে। এটা আমি মনে করি, যুক্তিসঙ্গত কোনো চাহিদা না।’

তিনি আরও বলেন, ‘ডিএমএফ যদি ডাক্তারের চেয়ে সম্মানের কোনো শব্দ আবিষ্কার করতে পারেন, সেটা আপনাদের সঙ্গে লেখেন এতে ডাক্তাররা কোনো আপত্তি করবে না। কিন্তু আপনিও ডাক্তার লিখবেন আমিও ডাক্তার লিখব, মানুষ এতে বিভ্রান্ত হয়ে যাবে... কোনটা আসল ডাক্তার, কোনটা আধা ডাক্তার এবং কোনটা ডাক্তার না। ডাক্তার শব্দ নিয়ে টানাটানি করা বোধ হয় ঠিক হবে না। সুতরাং আপনারা একসঙ্গে বসুন, শুনুন এবং যুক্তিসঙ্গত কিছু হলে মেনে নিন।’

চিকিৎসকদের পদায়নের-পদোন্নতির বিষয়ে ডা. তাহের বলেন, স্বাস্থ্য খাতে অনেক বড় বড় দুর্নীতি হয়। চিকিৎসকদের বদলি ও পদায়ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আ্যপের মাধ্যমে বদলি ও পদায়ন দিতে হবে। তাহলে যার যখন প্রমোশন হওয়ার দরকার, যার যেদিন হওয়ার, অটোমেটিক হয়ে যাবে।

এ সময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


বিজ্ঞাপন


স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব  ডা. আবু মোহাম্মদ, এনডিএফ ঢাকা দক্ষিণ শাখার সভাপতি ডা. এম. জি ফারুক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনডিএফ সভপিতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাজেদ আব্দুল খালেক ও ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহম্মদ। 

উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতা ঢামেকের সাবেক জি.এস হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মোখতার আহমেদ।

এসএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর