বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘দেশের ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা ছড়ানোর ফলে ধর্ষণ বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

‘দেশের ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা ছড়ানোর ফলে ধর্ষণ বাড়ছে’

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি সেক্স, লিভিং টুগেদারের মতো অশ্লীল কনসেপ্ট ছড়িয়ে দেওয়ার ফলে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। বাইরের দেশে এসবের ফলে পিতার পরিচয়হীন বহু সন্তানের জন্মগ্রহণ করছে। তাদের দেশে সিঙ্গেল মাদার কনসেপ্ট গ্রো করছে। এমন পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে নিয়ে আসার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদী ভূমিকা পালন করবে ছাত্রশিবিরের কর্মীরা।

রোববার (৯ মার্চ) দুপুর আড়াইটায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর শিবিরের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, জুলাই আন্দোলনের পর আমাদের দেশে একটা জাতীয় ঐক্য গড়ে উঠার কথা ছিল, তবে সেটি হয়নি। অন্যদিকে একটা দল বার বার বলে আসছে নির্বাচিত সরকার ছাড়া এসব অপরাধ দমন করা সম্ভব নয়। কিন্তু তাদের দলের নেতাকর্মীরা ধর্ষকদের আশ্রয় দিচ্ছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ৪ বছরে দেশে ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। তারপর আইনের ফাঁকফোকর ও ক্ষমতার প্রভাবে বেশির ভাগ দোষী জামিনে বের হয়েছে গেছে। প্রতিটি ঘটনা ঘটার পর যদি দোষীদের আইনের আওতায় নিয়ে আসা যেত তাহলে আর ধর্ষণ হত না। আমরা চাই দেশে সুষ্ঠু আইনের মাধ্যমে একটা ভালো সমাজ গড়ে উঠুক।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, স্বৈরশাসক গেলেও দেশে অপরাধ সংগঠন থামেনি। বর্তমান সময়ে লক্ষ্য করলে বোঝার উপায় নেই দেশে কিছু দিন আগেই একটা অভ্যুত্থান ঘটেছে। বর্তমান সরকারের উচিত ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যাতে এমন অপরাধ করার কেউ সাহসও আর না করে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।


বিজ্ঞাপন


এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর