বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১২:১১ পিএম

শেয়ার করুন:

জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা-স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক আবহের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে নিজের জীবনে এই তিনজন মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

তারেক রহমান বলেছেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে — তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এটা পড়ছেন একই অনুভূতির সাথে সম্পর্কিত হতে পারে।


বিজ্ঞাপন


শনিবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সারা বাংলাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকেদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক নারীর উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যেকোনো পুরুষের মতই ভোগ করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি পুনরায় বলেছি যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মত, আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল, এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, বর্ণ, বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়। আমাদের মেয়েদের উচিত আমাদের ছেলের মতো সমান সুযোগ হওয়া, এবং তাদের উচিত তাদের ঘরের বাইরে যাওয়া বা ইন্টারনেট ব্যবহার করা কোনো হয়রানি ছাড়া, এবং ভয় ছাড়া তাদের কণ্ঠস্বর ব্যবহার করার জায়গা নেওয়া।

তিনি আরও বলেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, আমাদের ‘পারিবারিক কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা। একসাথে, আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ, এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি। 

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর