শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের পরস্পর সংঘাত দুঃখজনক’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

‘ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের পরস্পর সংঘাত দুঃখজনক’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসঙ্গে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক।

শুক্রবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এবি পার্টির রংপুর বিভাগীয় নেতৃবৃন্দের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজানের সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি।

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাত-দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।

এ সময় তিনি পার্টির নেতাকর্মীদের সামনের দিনের যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরীর আহ্বায়ক অ্যাড. আব্দুর রউফ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহবায়ক মুহা. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবু হেলাল ও কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু।


বিজ্ঞাপন


এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা আহবায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, নীলফামারী জেলা আহবায়ক মো. লিয়াকত আলী, দিনাজপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান, দিনাজপুর জেলার সদস্য সচিব মেহেদী হাসান পলাশ, অ্যাড. খন্দকার মো. মাসুম প্রমুখ

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর