শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

‘ক্ষমতা নয়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

‘ক্ষমতা নয়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর’

ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে জামায়াত বদ্ধপরিকর। এ ব্যাপারে জামায়াত জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীস্থ বাদশাহ ফয়সল ইন্সটিটিউটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আয়োজিত চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত, যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই তাই মানুষ সরকারকে জাকাত দিতে চায় না।

জামায়াতে ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে নয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, জামায়াত নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আল্লাহর কুরআন বিজয় করতে চায়।

দ্বীন বিজয়ের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান একটি মোবারক মাস। রাসূল (সা.) রজব মাস শুরুর সঙ্গে সঙ্গে এ বলে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও শাবান মাসের বারাকাহ ও কল্যাণ নিশ্চিত করো এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দাও। কারণ হাদিসে রাসূল (সা.) রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত তথা গোনাহ মাফ, আর শেষ দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে অন্যত্র বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে রমজান মাসে সিয়াম পালন করবেন আল্লাহ তার আগের সকল গোনাহ মাফ করে দেবেন। মূলত, মাহে রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও তাজকিয়া অর্জনের মাস। তাই এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করতে হবে।


বিজ্ঞাপন


বিশেষ অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসেই মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছিল বলেই এ মাসের এতো মাহাত্ম ও মর্যাদা। মূলত, এ মাসকে কুরআনের মাসও বলা হয়। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধান করতে হবে কুরআনের আদর্শের ভিত্তিতেই। তিনি দ্বীন প্রতিষ্ঠায় চিকিৎসকদের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।  

মেডিকেল থানা আমির ডা. স ম খালিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, এনডিএফ সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা.মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম ও থানা সহকারী সেক্রেটারি ডা. হাসানুল বান্না প্রমুখ।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর