শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘৩৬ দিনের নয়, হাসিনার পতন ১৭ বছরের আন্দোলনের ফসল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

‘৩৬ দিনের নয়, হাসিনার পতন ১৭ বছরের আন্দোলনের ফসল’

শেখ হাসিনার পতন ১৭ বছরের আন্দোলনের ফসল মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘একদিনে আন্দোলন হয় না। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে আব্দুস সালাম আজাদ বলেন, ‘আপনার সরকার ৩৬ দিনের আন্দোলনের ফসল না। বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার, জুলুম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চূড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর