শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত ঘোষণা 

বিএনপির পেশাজীবী শাখার দুটি সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ’ (AEB) কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


বিজ্ঞাপন


এছাড়া, আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (AAB) কমিটিও বিলুপ্ত করা হয়েছে এবং নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর