বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ পরিচালনায় আইন ও সংবিধানের আলোকে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, ‘দেশ পরিচালনায় কোনো ব্যক্তি বা দলের ইচ্ছা অনুসারে চলা উচিত নয়, বরং এটি জনগণের ইচ্ছা ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে চলতে হবে।’
সোমবার (৩ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন ডা. জাহিদ। এই অনুষ্ঠানটি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ডা. জাহিদ আরও বলেন, ‘যদি ভবিষ্যৎ সুন্দর করতে চাই, তবে সংবিধানে যা লেখা আছে তা বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র নিজের ইচ্ছাকে প্রাধান্য দিলে দেশ এগোবে না।’
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ইতিহাসের ঘটনা তুলে ধরে বলেন, ‘তারা সকলেই দেশের উন্নয়নের জন্য সংগ্রাম করেছেন এবং তারাই সংবিধান ও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছেন।’
ডা. জাহিদ বলেন, ‘দেশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সঠিক পথে চলতে পারি, তবে ভবিষ্যৎ অবশ্যই আমাদের সম্মান করবে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটি একটি শক্তিশালী সরকারের মাধ্যমে সম্ভব, যা স্বৈরাচার ও তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের অপকর্মের বিচার করবে।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদ, ইউকের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, চলচ্চিত্র নির্মাতা জোবায়ের বাবু, এবং জিয়া পরিষদ ইউকের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম। সঞ্চালনা করেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার ও আহসান উদ্দিন মনির।
বিইউ/এইউ