সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেছেন বিএনপি নেতারা। রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়।

ফার্মগেইট ইসলামি মিশন মাদরাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদরাসার ৮০ জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।  


বিজ্ঞাপন


এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনেই পালন করে।

তারেক রহমান বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারি কি না। এ বিষয়টি চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করতে পারি রমজান আমাদের সেই শিক্ষা দেয়।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সাথে দেশের ভেতরে এবং বাইরে থেকে ওলামাদের সাথে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে নয়, এই বিভেদ ফাটল সৃষ্টি করবে। এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।


বিজ্ঞাপন


BNP2

আব্বাস বলেন, এখন একটি নতুন স্লোগান বেরিয়েছে দেখলাম। আপনারা সেই স্লোগান শুনবেন এবং একটু সাবধান থাকবেন। সেই স্লোগান দেখলাম, কিন্তু আমিও বুঝিনাই এর অর্থ কী? আমি এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। সেকেন্ড রিপাবলিক আমি এখনো বুঝি নাই।

মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আপনাদের মতো (আলেম) এক শ্রেণির লোক ওটাকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা একটু সামাল দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনী, অমলেন্দু অপু, জন গোমেজ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর