বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য (দফতরের দায়িত্বে) মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ'র পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফেজ মাওলানা জাকারিয়াকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা মামুনকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এমই/জেবি