বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

‘ভুল বিবৃতি’, সমালোচনার মুখে বিএনপির দুঃখ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

‘ভুল বিবৃতি’, সমালোচনার মুখে বিএনপির দুঃখ প্রকাশ

রাজধানীর ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির কার্যালয়ে এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছিলেন। পরে তীব্র সমালোচনার মুখে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করে ফের বিবৃতি দিয়েছে বিএনপি।

এর আগে শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত পরশু (বৃহস্পতিবার) রাতে নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এ ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল আরও বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতা বহিঃপ্রকাশ।

এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তার বিবৃতি নিয়ে সমালোচনা শুরু হলে আবার নতুন করে বিবৃতি দেওয়া হয় দলটির পক্ষ থেকে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত নতুন বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে সেখানে দুস্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙিক্ষত ভুল বিবৃতি দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে।


বিজ্ঞাপন


বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর