বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

সীমান্তে বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় জামায়াতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

সীমান্তে বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় জামায়াতের প্রতিবাদ

বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে হত্যা ও বিল্লালকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশি যুবক আল আমিন নিহত ও গত ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সীমান্তে বিএসএফ বাংলাদেশি যুবক বিল্লালের উপর চরম নির্যাতন চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে বাংলাদেশিদের গুলি করে হত্যা করে এবং অন্যায়ভাবে ধরে নিয়ে মারাত্মকভাবে আহত করে। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিজিবি’র সাথে ভারতীয় বিএসএফ’র একাধিক বৈঠকের পরেও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। গত ৩ মাসে ভারতীয় বিএসএফ ৮ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে। বিএসএফের আগ্রাসী তাণ্ডবে সীমান্ত এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভারতীয় বিএসএফের এ ধরনের আগ্রাসী আচরণ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অন্তরায়। 

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে নিহত ও বিল্লালকে মারাত্মকভাবে আহত করার ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। 

এমই/এফএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর