রাজধানী ঢাকাসহ সারাদেশে ছিনতাই-রাহাজানি, দিনে-দুপুরে বাড়িতে বাড়িতে ডাকাতি প্রতিদিনের ঘটনা হয়ে গেছে উল্লেখ করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন দেশে অনির্বাচিত সরকার দীর্ঘসময় থাকে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকমই অবস্থা হয়।
তিনি বলেন, সন্ধ্যা নামলে মানুষ এখন ভয়ে ঘর থেকে বের হতে পারে না। রাজশাহীগামী বাসে সাড়ে তিন ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে। যখন নির্বার্চিত সরকার থাকে, তখন প্রশাসন এবং পুলিশ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। একটি নির্বাচিত সরকার যখন থাকে, তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে সেজন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে।
রুমিন ফারহানা বলেন, যখন দেশে অনির্বাচিত সরকার দীর্ঘসময় থাকে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকমই অবস্থা হয়। এ সরকার (অন্তর্বর্তী সরকার) মানুষের ভোটে নির্বাচিত নয়, তারা নির্বাচনে দাঁড়াবেও না। চালের কেজি ১০০ টাকা হলেই বা তাদের কী যায় আসে? কিন্তু আমরা যারা ভোটের আশায় আপনাদের দরজায় দরজায় ধাক্কা দিই, আমাদের ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে আমাকে আর ভোট দেবে না। সেজন্য নির্বাচিত সরকারের এতো দরকার।
তিনি আরও বলেন, দেশের মানুষ গত ১৫ বছর কোনো ভোট দিতে পারেনি। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে অদ্ভুত অদ্ভুত কায়দায় জাতীয় নির্বাচন হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হয়নি, ব্যালটবাক্স ভরে গেছে। অবাক কাণ্ড; মানুষ একটা ভোটও দেয়নি সরকার নাকি আপনা-আপনি গঠন হয়ে গেছে। বাংলাদেশে এখন যার বয়স ৩৩-৩৪ সেই লোকটা বাংলাদেশে কোনোদিনও ভোট দিতে পারেনি- চিন্তা করা যায়? সুতরাং মানুষ উন্মুখ হয়ে আছে একটা ভোট দেওয়ার আশায়। মানুষের এই আকাঙ্ক্ষার প্রতি আমি সরকারকে অনুরোধ জানাব আপনারা সম্মান জানান।
আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
ইএ