আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। তবে ছাত্রদের নতুন এই দলকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে যে দলের ব্যাপারে তারা দক্ষ এবং স্বাভাবিক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি’র আত্মপ্রকাশের ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানিক মিয়া এভিনিউতে আসেন। যা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। এছাড়া দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চের সামনের দিকে তাদের জন্য আসন রাখা হয়। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন কিভাবে দেখছে বিএনপি জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠায় যদি তাদের ভূমিকা থাকে তাহলে তারা গণতান্ত্রিক শক্তির মিত্র। সেই অর্থে এটা পজেটিভ। এই দেশে ছাত্রদের কোনো দল ছিল না, ছাত্র সংগঠন ছিল। তারা দল গঠন করছে আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে যে দলের ব্যাপারে তারা দক্ষ এবং স্বাভাবিক। সময় বলে দেবে তারা দল গঠনে কতটা সফল এবং সাফল্য অর্জন করছে।
ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির এদেশে ঠাঁই হবে না নাহিদ হাসানের এমন বক্তব্য কিভাবে দেখছেন জানতে চাইলে শামসুজ্জামান দুদু বলেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি। তারা এর আগে যে বক্তব্য দিয়েছে সেটা জানি। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, তুরস্কের এরদোয়ান, পাকিস্তানের ইমরান খান, কিন্তু বাংলাদেশের কোনো নেতার কথা বলেননি। ১৭ বছর মানুষ যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, ৬০ লাখ মামলার আসামি হয়েছে; ড. মুহাম্মদ ইউনূস সেগুলোকে বাদ দিয়ে এক মাসের আন্দোলনটাকে ধারণ করেছেন। আগামী দিনে এই রাজনীতিবিদরা এক মাসের আন্দোলনকে ধারণ করবে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী ৫৩ বছরের আন্দোলন সংগ্রামকে ধারণ করবে? এটা এবার তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তাদের ব্যাপারে বোঝা যাবে। তাদের লক্ষ্য, কর্মসূচি এখন পর্যন্ত জানি না। দুই-এক লাইনের ভাষণ পাকিস্তান, ভারত অথবা শ্রীলংকা এই পন্থী হবে না। ওরা কোন পন্থী এটা আগে প্রমাণ করুক। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ঢাকা মেইলকে বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল হবেই। যে রাজনৈতিক দল আমাদের ’৭১ সালের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বার্থে শান্তি, আইনশৃঙ্খলা এবং দেশের প্রতি ভালোবাসা জানিয়ে জনগণের জন্য একটি সুন্দর ম্যানিফেস্টো দিয়ে তরুণরা এগিয়ে যাবে এটাই আমরা চাই। কিন্তু বিভাজনের জন্য এই মুহূর্তে রাজনৈতিক দল করে যদি দেশে কোনো বিভাজন তৈরি হয়; তাতে ছাত্র-জনতার যে বিপ্লবী আন্দোলন তাতে ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে এই দলকে সজাগ দৃষ্টি রাখতে হবে কেউ যেন এমন কাজ না করে যেটা আগামী নির্বাচনকে ব্যাহত করতে পারে।
ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির এদেশে ঠাঁই হবে না নাহিদ হাসানের এমন বক্তব্য কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি এটুকু বলব, আমরা স্বাধীন দেশের নাগরিক; স্বাধীনতা রক্ষাই আমাদের দায়িত্ব। দীর্ঘ ষোল বছর আন্দোলন-সংগ্রাম করে তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে যে পর্যায়ে নিয়ে আসছে; এ সকল বিতর্ক থেকে বিরত থেকেই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা উচিত বলেই আমি মনে করি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেক প্রিন্স বলেন, ছাত্রদের নতুন দলকে আমরা স্বাগত জানিয়েছি, আমাদের দলের প্রতিনিধি প্রেরণ করেছি। আমরা যেকোনো রাজনৈতিক দলকে, তাদের উত্থানকে, আত্মপ্রকাশকে স্বাগত জানাই। শত ফুল ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গণতন্ত্র ও রাজনীতি; যা বিএনপি ধারণ করে এবং এরই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ যদি দেশ ও জনগণের স্বার্থে হয় অবশ্যই আমরা স্বাগত জানাই তাদেরকে।
‘ভারত কিংবা পাকিস্তান পন্থী রাজনীতির এদেশে ঠাঁই হবে না’ এ বিষয় তিনি বলেন, এটা তো বিএনপ ‘র রাজনীতি; বিএনপি সবার আগে বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে। বিএনপি কোনো পন্থীর রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা বা আদর্শ বিএনপি ধারণ করে। বিএনপি পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়, আমেরিকানপন্থীও নয়। বিএনপি বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল।
এমই/এফএ