শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

বিদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, প্রেসক্রিপশনের নয়: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

বিদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, প্রেসক্রিপশনের নয়: হাসনাত

বাংলাদেশের সঙ্গে কোনো দেশের প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এ ভূখণ্ডের অধিকার আদায় করা যায়নি দাবি করে তিনি বলেন, ‘বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না।’


বিজ্ঞাপন


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম এই মুখ্য সমন্বয়ক।

৫ আগস্ট দুঃশাসনের কবর রচিত হয়েছে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণভবনে কে যাবে, তা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই: এ সংসদে কে যাবে, সেটি নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে, তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ।’

বাংলাদেশে একতার রাজনীতি চালুর প্রত্যয়ের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও তরুণ প্রজন্মের একটা ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা প্রতিশ্রুতি দিতে চাই: বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব।’

Untitled-1


বিজ্ঞাপন


‘আমরা স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি। আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। আমরা কমিটমেন্ট দিতে চাই, আমাদের ইন্সটিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলব। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব। আমরা স্টেট উন্নয়ন করব।– বলেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর