সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন: খেলাফত মজলিস

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। একইসঙ্গে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জনগণের জান-মালের নিরাপত্তা, অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।

অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। 


বিজ্ঞাপন


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, মহান আল্লাহ রমজান মাসে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের ওপর ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়, আত্মিক পরিশুদ্ধতা ও শারিরীক সুস্থতা অর্জন করে। এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এই ক্ষেত্রে দ্বায়িত্ব অনেক বেশি। 

খেলাফত মজলিসের আমির বলেন, জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন। 

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগরের নেতারা বক্তব্য দেন। 

এমই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর