অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দ্রুত নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দুদু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি।’
ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
এমআর