তরুণদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
বিজ্ঞাপন
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে এসেছেন ছাত্র-জনতা। হাজির হয়েছে আমন্ত্রণ জানানো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এসেছেন অনেক কূটনীকিতও।
ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।
আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা মানিক মিয়ায় আসতে শুরু করেন।
বিজ্ঞাপন
তার আগে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। ইতোমধ্যে তাকে দলটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও চূড়ান্ত হয়েছে।
এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা গতকালের বৈঠকে চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে দেওয়া হতে পারে। এই পদের জন্য তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম আলোচনায় আছেন। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।
এমআর