বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img
আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন দল। ছবি: সংগৃহীত

দেশে তরুণদের নেতৃত্বে নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির। ইতোমধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। বেলা ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুষ্ঠান।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পেয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন।


বিজ্ঞাপন


দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দেওয়া তরুণরা আশা করছেন নতুন দল দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। নরসিংদী থেকে আসা হাবিবুন নবী জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। নতুন দলের সঙ্গে শুরু থেকেই যুক্ত থাকবেন। এজন্য আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে তিনি এসেছেন।

KKK

মানিকগঞ্জ থেকে আবির হাসান বলেন, আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখতে দেখতে ত্যক্ত-বিরক্ত, আমরা চাই রাজনীতিতে নতুন কিছু হোক। তরুণদের নেতৃত্বে দল আমাদের রাজনীতিতে নতুন কিছু দেবে সেটা আমরা প্রত্যাশা করি।

এদিকে আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই সংবাদকর্মীরা ভিড় করেছেন অনুষ্ঠানস্থলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর?

নাহিদ-আখতারদের নতুন দলকে শুভকামনা জানালেন আইন উপদেষ্টা

আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে। এরপর জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সময়, জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।

DD

সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের গঠনের পরিকল্পনা করেছে, তবে আজ শুধু আংশিক কমিটি ঘোষণা করা হবে।

নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, এবং দলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম (উত্তর), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণ), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ চূড়ান্ত হয়েছেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub