রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজকের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে তৈরি করা হচ্ছে প্রধান মঞ্চ, যেখান থেকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
এদিন (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর এই এলাকা থেকে দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
এই নতুন দলটির আত্মপ্রকাশের আয়োজনের নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী বিশাল জমায়েতের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হবে।
আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠানে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে।
জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম জানিয়েছেন, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীরা—শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের তেলাওয়াতের মাধ্যমে। এরপর, জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সময়, জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।
বিজ্ঞাপন
সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের গঠনের পরিকল্পনা করেছে, তবে আগামীকাল শুধুমাত্র আংশিক কমিটি ঘোষণা করা হবে।
নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, এবং দলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম (উত্তর), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণ), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ চূড়ান্ত হয়েছেন।
এদিকে, আত্মপ্রকাশের দিনটি দলের জন্য ঐতিহাসিক মূহুর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্টদের আশা, এটি নতুন রাজনৈতিক দর্শনের প্রতিফলন হয়ে উঠবে।
এইউ