বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

শেয়ার করুন:

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ

জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তাদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধি দল বিএনপিকে দাওয়াত দেয়। এই দাওয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়।


বিজ্ঞাপন


আমন্ত্রণ জানানো দলের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ নেতৃত্ব দেন। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

এদিকে, হান্নান মাসুদ জানান, নতুন দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর