শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

আমন্ত্রিত নেতা ছাড়া সংসদ এলাকায় যেতে বারণ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ এএম

শেয়ার করুন:

আমন্ত্রিত নেতা ছাড়া সংসদ এলাকায় যেতে বারণ বিএনপির

দীর্ঘদিন পর বিএনপি দলের বর্ধিত সভা করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে এই কর্মসূচি জাতীয় সংসদ এলডি হলে করার সুযোগ পেয়েছে দলটি। তবে অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া নেতা হলেন চার হাজারের মতো। কিন্তু অন্য নেতাকর্মীদেরও অনুষ্ঠানস্থল কিংবা আশপাশে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই আশঙ্কা থেকে সপ্তাহের শেষ কর্মদিবসে আমন্ত্রিত নেতা ছাড়া কাউকে সংসদ এলাকায় যেতে বারণ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা। বর্ধিত সভায় বহু সংখ্যক দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের অদম্য ইচ্ছার প্রকাশ দেখে দল অভিভূত। তবে বর্ধিত সভায় পূর্ব নজীর অনুযায়ী দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নির্ধারিত নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে কারণে নির্ধারিত নেতৃবৃন্দ ছাড়া  অন্য কাউকে আমন্ত্রণ জানানো সম্ভব হচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের যে সকল নেতৃবৃন্দ, সমর্থক ও শুভানুধ্যায়ীরা সভাস্থলে উপস্থিত থাকতে পারবেন না তাদেরকে জাতীয় সংসদ ভবনের এলডি হলের আশেপাশে অহেতুক ভিড় করে যানবাহনসহ মানুষের চলাচলে বিঘ্ন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর