বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ কী, জানালেন সামান্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ কী, জানালেন সামান্তা

ছাত্রদের নতুন রাজনৈতিক দল আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে এবং এই নতুন দলে জাতীয় নাগরিক কমিটির (জানাক) অনেক সদস্য যোগদান করবেন। তবে ২৮ ফেব্রুয়ারির পর জানাক আর কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না, বরং এটি একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে থাকবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জানাকের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অবশিষ্ট সংগঠন, নির্বাহী কমিটি, সেলসমূহ ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়া, আসন্ন রাজনৈতিক দলে যোগদানকারী কেন্দ্রীয় সদস্যদের সদস্যপদ ২৮ ফেব্রুয়ারির আগ পর্যন্ত বহাল থাকবে। তবে, রাজনৈতিক দলে যোগ দেয়ার পর সংশ্লিষ্ট সদস্যদের পদ বাতিল বলে গণ্য হবে। যারা দলে যোগ দেবেন না, তাদের পদ বহাল থাকবে।

অন্যদিকে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকরা ২৮ ফেব্রুয়ারির পর পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। তাঁদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির তিন সদস্য পরবর্তী অর্গানোগ্রাম নির্ধারণ করবেন।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের ঐতিহাসিক দায়িত্ব শেষ হবে। এরপর, নাগরিক কমিটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ চালিয়ে যাবে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর