বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পারে সকল যড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রের পথে কাঙিক্ষত পরিপূর্ণ বিজয় নিশ্চিত করতে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার চেরোকি অ্যাভিনিউয়ে ডাটা গ্রুপ মিলনায়তনে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে, কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সবার আগে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে রাখতে হবে।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবে না। নির্বাচিত সরকার ছাড়া জনসমস্যা নিরসন হবে না।
প্রিন্স আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে হাসিনা পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাঙিক্ষত ছিল, তখন সরকারের একাংশ ও ছাত্র গণঅভ্যুত্থানের একটি শক্তি নানা অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করে নির্বাচন ও সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের ওপর প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না।
‘বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য উদ্ধৃত করে প্রিন্স বলেন, সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা নানা চেষ্টা করছে, অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে জনগণ হতাশ হয়ে পড়ছে। পতিত ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংঘাত, সংঘর্ষ, অন্তর্ঘাত সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে তৎপর।
বিজ্ঞাপন
এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও প্রশাসনে সম্পৃক্ত থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওয়াশিংটন বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরে প্রিন্স বলেন, তাদের এই অবদানের কথা দল স্মরণ রাখবে।
ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি মিয়া মজনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি নেতা নয়ন বাঙালি, জাহিদ খান, এ টি এম আলম, তুহিন ইসলাম, সৈয়দ সালেহ মনসুর পরশ, আবদুল কাইয়ুম, আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, এমডি জামান, জাহাঙ্গীর খান, দেলোয়ার হোসেন, আবদুল মুকতাদির, নেছার অহমেদ, কামরুন কনা, তৌহিদুল ইসলাম, নূর হোসেন বাহাদুর, আলী হায়দর, পল্লব আনসারী, মীর নাজিউর রহমান নিকসন, জহিরুল ইসলাম, আলী হায়দর, মোহাম্মদ আলাউদ্দিন, সালাহ উদ্দিন প্রমুখ।
এমআর