বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

‘যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কখনও গ্রহণযোগ্য নয়। যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের উদ্দেশ্য আসলে দূরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার খানপুর রোডে জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রুত নির্বাচনের দাবিতে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা আব্বাস জানান, ‘আমরা সব সময় জাতীয় নির্বাচনের জন্য লড়াই করেছি। এখন কেন স্থানীয় নির্বাচন? এটি এমন কিছু লোকের পক্ষে উপকারী হবে, যারা স্থানীয়ভাবে জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে এবং তাদের পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।’

বিডিআর হত্যাযজ্ঞের প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এই হত্যার বিচারের নামে যে প্রহসন করা হয়েছে, তাতে বিনা অপরাধে প্রায় দেড়দশক সাধারণ সিপাহি আটক রয়েছে। যারা নির্দোষ, তাদের কান্না দেখে আমার চোখে জল চলে এসেছে। আসল অপরাধীদের আড়াল করতেই তাদের ফাঁসানো হয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে ছিনতাই, খুন, রাহাজানি বেড়ে গেছে। কারা এসব করছে? যারা বলেছিলো, 'দিনের বেলায় চলতে না পারলে, আমরা রাতে কাউকে চলতে দেবো না'। কেউ কেউ আবার দেশের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষকে বিভক্ত করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা আজীবন ক্ষমতায় থাকার অধিকার পায়নি। নির্বাচন চাওয়াকে তারা দেশদ্রোহিতা বলে মন্তব্য করছে। আমরা নির্বাচন চাই, ক্ষমতায় আসার জন্য নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।’


বিজ্ঞাপন


বিএনপির জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে কিছু মানুষ অপবাদ ছড়াচ্ছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং ভারতের দালাল বানানোর চেষ্টা করছে। যদি বিএনপি ভারতের দালালি করতো, তবে জিয়াউর রহমানকে জীবন দিতে হতো না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু তারা হাতের কাছে থাকা সংস্কারগুলো করছে না। ব্যবসায়ী সিন্ডিকেটগুলো এখনও ক্ষমতার বাইরে কাজ করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতদিন না সিন্ডিকেট ভেঙে পড়বে, ততদিন দ্রব্যমূল্যসহ কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না।’

তিনি মন্তব্য করেন, ‘যারা নির্বাচনের কথা বলছে, তাদের 'জাতির শত্রু' বলে সমালোচনা করা হচ্ছে। যদি সত্যিই নির্বাচন না হয়, তাহলে আমরা দেখতে চাই হাসিনা দেশের শাসন কীভাবে চালান।’

এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিপু ভূইয়া, মাসুকুল ইসলাম রাজু, কাজী মনিরুজ্জামান মনিরসহ জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর