সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দুই উপদেষ্টার শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে দুই উপদেষ্টার শোক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সকালে পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন


শোক বার্তায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

এদিন সকালে রাজধানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ আল নোমান। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগতে থাকা নোমানের বয়স হয়েছিল ৮২ বছর। 

আরও পড়ুন

দেশবাসীর কাছে অত্যন্ত সমাদৃত আপসহীন যোদ্ধা ছিলেন নোমান: তারেক রহমান

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন নোমান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর