সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কোর্টের ওপর চাপ প্রয়োগের প্রশ্নই ওঠে না: জামায়াতের সেক্রেটারি জেনারেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

কোর্টের ওপর চাপ প্রয়োগের প্রশ্নই ওঠে না: জামায়াতের সেক্রেটারি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি বিষয়ে আদালতের ওপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আদালতে উপস্থিত হয়ে চাপ প্রয়োগ করছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোর্টের ওপর চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। ন্যায়বিচার প্রত্যাশী।

তিনি বলেন, আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতের শুনানি করেছেন। আমরা আদালতে উপস্থিত ছিলাম। আগামীকাল এ বিষয়ে আবারও শুনানি হবে। আমাদের সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন। আমরা ন্যায়বিচারের অপেক্ষা করছি। ইনশাল্লাহ আমরা ন্যায়বিচার পাব। 

এদিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি ছিল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন-

আজহারের রিভিউর আংশিক শুনানি, কাল পর্যন্ত মুলতবি

সকাল দশটা ২০ মিনিটের দিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী শুনানি শুরু করেন। রিভিউ আবেদনের মোট ১৪টি গ্রাউন্ডের মধ্যে আজকে পাঁচটি পড়ে শোনানো হয়েছে। এদিন অ্যামিকাস কিউরি (তথ্য বা মতামত দিয়ে আদালতকে সহায়তাকারী) হিসেবে মতামত নেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগীর।

পরে বুধবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল এর শুনানি কার্যতালিকার প্রথম দিকেই থাকবে বলে সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি। 

এআইএম/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর