মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ঢাকায় হবে নোমানের দুই জানাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

ঢাকায় হবে নোমানের দুই জানাজা
আবদুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের দুটি জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এর একটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অপরটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তার দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর একটি নামাজে জানাজা আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এছাড়া তাঁর আরেকটি নামাজে জানাজা বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

তার নামাজে জানাজায় সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর