বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি)। এছাড়া আবুল কাশেম নামে আরেকজনকে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে উদ্দেশ্যে আমাকে যে এই দায়িত্ব দিয়েছেন ন্যায়নিষ্ঠার সঙ্গে তা পালনে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রকৌশলী সেলিম।
এমই/এমআর

