মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আগামী নির্বাচন হবে বিএনপি-জামাতের বিরুদ্ধে’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান এমপি  বলেছেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের নির্বাচন। বিএনপি-জামাতের বিরুদ্ধে নির্বাচন। 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


লে. কর্ণেল (অব.) ফারুক খান বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দুনীর্তিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আগামী নির্বাচনের নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।   

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আাজিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। 

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর