সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতি রাখা উচিত: আ.লীগকে উপদেষ্টা আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতি রাখা উচিত: আ.লীগকে উপদেষ্টা আসিফ
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাইল ছবি

শেখ হাসিনার গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্যের কারণে জনগণের ক্ষোভ থেকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেছেন, ‘ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ মাহমুদ এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য যেই গণ ক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে।

তিনি আরও লিখেছেন, ‘সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।’

এর আগে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এক বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়। কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর