শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হোক।

তিনি বলেন, সমস্ত সংস্কার করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে। তাহলে কি আমরা চার পাঁচ বছর অপেক্ষা করব বা যতদিন সংস্কার হবে ততদিন অপেক্ষা করবে জনগণ। তাহলে তো জনগণ ভোট থেকে বঞ্চিত হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ’৬৯ এর গণঅভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম আমাদের কাছে শহীদ আসাদ নামটি অত্যন্ত ভালোবাসার নাম। আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তাতে অনুপ্রেরণা নাম। শহীদ আসাদ আমাদের ইতিহাসে একটি অবসম্ভাবী নাম। পাঠ্যপুস্তক এর নাম না থাকুক বা স্মরণ না করুক কিন্তু শহীদ আসাদকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এদেশের স্বাধীনতার যে আন্দোলন সমাজকে বদলে দেওয়ার যে সংগ্রাম সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। 

তিনি বলেন, আমরা আজকে আরেকটি গণঅভ্যুত্থানের পরে এখানে সমবেত হয়েছি। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে একটি ফ্যাসিস্টকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছি।

ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যেখানে জনগণের প্রত্যাশাগুলো পূরণ হবে কিনা নিশ্চিত হতে পারছি না। এখানে অনেক কথা আছে প্রত্যেক রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রাম আছে সমাবেশ আছে, সে কর্মসূচিগুলো নিয়ে তারা এগোতে চায়।

‘কিন্তু একটি বিষয় সকলে একমত যে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য। তা না হলে মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। ’৬৯ এর গণঅভ্যুত্থানে তৎকালীন শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমাদের যে লক্ষ্য তা আমরা পূরণ করতে পারিনি। যে এত বছর পরেও একটি নির্বাচন করতে পারি না। আমরা যারা রাজনীতি করি সব সময় পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না। একটি পক্ষ রয়েছে যারা নিরবে সংগ্রামের ধারাটাকে বদলি দিতে চান।’

তিনি বলেন, আজকে শহীদ আসাদ প্রাসঙ্গিক এজন্যই যে আমরা দীর্ঘ ১৬ বছর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি এবং সবশেষে আমরা একটি বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলো আশা করছি, প্রত্যাশা করছি সেদিনগুলোর জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্ন পূর্ণ করতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলে আসছি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। জনগণ ১৫ বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত। আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ পাবেন। বিষয়টিকে যদি বিতর্কিত করা হয় তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। 

তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হবে।

এমই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর