মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নব নির্বাচিত নেতাদের শ্রদ্ধা
শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত নেতৃবৃন্দ। এরপর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের গণকবরে গিয়ে মোনাজাত করেন তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন দলের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা।


বিজ্ঞাপন


সেখানে নেতাকর্মীদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর শপথ করানো হয়েছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার বাংলাদেশ পার্টি ১১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করেছে। মুক্তিযুদ্ধে শহীদ ও যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

তিনি আরও বলেন, আজকে আমরা শপথ নিয়েছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার বাংলাদেশ পার্টির নতুন কমিটির সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে দেশবাসীর কাছে যাচ্ছি। আশা করি দেশের মানুষ প্রচলিত ধারার রাজনৈতিক ধারণার বাইরে গিয়ে রাষ্ট্র মেরামতের এই নতুন রাজনীতির পাশে দাঁড়াবেন।


এমই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর