শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই, সুসম্পর্ক রয়েছে’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম খান। ছবি: ঢাকা মেইল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে। এটাই আমরা আশা করি।  

রোববার (১২ জানুয়ারি) দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে জামায়াতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রফিকুল ইসলাম খান বলেন, যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্য এগিয়ে যাচ্ছে। যতই উঁকিঝুঁকি মারুক, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফিরতে পারবে না।

জামায়াত নেতা বলেন, আগামী দিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তায়ালা ও জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এই জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যেকোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতে আমির খ ম সাকলাইন, সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া খান প্রমূখ।

প্রতিনিধি/জেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর