শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

টিসিবি’র ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল, নাগরিক ঐক্যের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

টিসিবি’র ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল, নাগরিক ঐক্যের অসন্তোষ
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পেয়ে টিসিবি’র ট্রাক সেল বন্ধ এবং সারা দেশের ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করার সরকারি সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


কার্ড বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মান্না বলেন, স্বৈরাচারী আমলে শুরু হওয়া নিত্যপণ্য দ্রব্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিম্ন এবং মধ্যবিত্ত কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যে সবার জন্য পণ্য বিক্রি করত টিসিবি। ২০২২ সাল থেকে ট্রাক সেলের পরিবর্তে নিম্ন আয়ের মানুষের জন্য ‘পরিবার কার্ড’ কর্মসূচি নেওয়া হয়। এর আওতায় দেশে এক কোটি পরিবারের কাছে প্রতি মাসে কয়েকটি পণ্য বিক্রি করে আসছিল টিসিবি।

মান্না বলেন, পরিবার কার্ডের মাধ্যমে একজন ক্রেতা মাসে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারেন, সরকারি সিদ্ধান্তে সারা দেশের ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করা হয়েছে।

এদিকে টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের প্রতিবাদে আগামীকাল শনিবার মানববন্ধন করবে নাগরিক ঐক্য।


বিজ্ঞাপন


 

উল্লেখ্য, নিম্নআয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে টিসিবির পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ২৪ হাজার মানুষ ভর্তুকি মূল্যে এসব পণ্য কেনার সুযোগ পেতেন। মাত্র দুই মাস সাত দিন চলার পরে এ কর্মসূচি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। অন্যদিকে গত অক্টোবরে ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। এটিও সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর