শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

মাকে সারপ্রাইজ দিলেন তারেক রহমান!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

মাকে সারপ্রাইজ দিলেন তারেক রহমান!
মাকে জড়িয়ে ধরেন তারেক রহমন। ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রেও যাওয়ার কথা রয়েছে তার। চিকিৎসার পাশাপাশি এবারের বিদেশযাত্রার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানসহ তাদের পরিবারের পুনর্মিলনের দিকে।

বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা তিনটার কাছাকাছি সময়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহন করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আগে থেকেই জানানো হয়েছিল, তারেক রহমান মাকে বরণ করে নেবেন। কিন্তু শুরুর দিকে লন্ডন থেকে সামনে আসা ছবিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা যায় বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘এভাবেই শীতল হোক প্রতিটি মায়ের বুক’

আলোচনা শুরু হয় তাহলে কি তারেক রহমান বিমানবন্দরে আসেননি! কিন্তু সেই আলোচনা বেশি দূর গড়ানোর আগেই জনসম্মুখে চলে আসে মাকে পরম মমতায় ছেলের জড়িয়ে ধরার ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সাত বছর পর জিয়া পরিবারের এমন মুহূর্তের ছবি অনেকে শেয়ার করতে শুরু করেন। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি।

Tareq22

ছোট্ট একটি ভিডিও দেখে আরও রহস্য উঁকি দেয় সবার মনে। যেখানে দেখা যায়, খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে আছেন ডা. জুবাইদা রহমানসহ আরও কয়েকজন। সামনের দিকে দাঁড়ানো ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁধি। হঠাৎ হুইল চেয়ারে বসা বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান।


বিজ্ঞাপন


ভিডিওর দৃশ্য ও আশপাশের কথা শুনে প্রথমে মনে হয়েছে জড়িয়ে ধরা মানুষটিকে হয়তে চিনতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী। অবশ্য শুরুতে ‘থ্যাংক ইউ’ বলতে ভুলেননি খালেদা জিয়া। বললেন- এটা কে? এমন দৃশ্যের সময় সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ পেছন থেকে আরাফাত রহমান কোকোর স্ত্রী বললেন- ভাইয়া (তারেক রহমান)।

আরও পড়ুন

নিজেই গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক

তখন খালেদা জিয়া আনন্দ উল্লাস আর মমতাসুলভ ‘আরেএএএ’ শব্দে পুত্রকে পরম স্নেহ নিয়ে আঁকড়ে ধরেন। ঠিক এসময় আশপাশের সবাই সমম্বরে অট্টহাসিতে ফেটে পড়েন।

পরে বিমানবন্দনের আনুষ্ঠানিকতা শেষে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালের দিকে যান তারেক রহমান।

Tareq33

এক এগারোর পর জিয়া পরিবারের ওপর সবচেয়ে বেশি ধকল যায়। বেগম খালেদা জিয়ার দুই ছেলের একজন বিদেশে থাকতেই মারা যান। বড় ছেলে তারেক রহমান ২০০৭ সাল থেকে পরিবারসহ চিকিৎসার জন্য অবস্থান করেন লন্ডনে। লম্বা বিরতির পর ২০১৭ সালে একবার মা-ছেলের সঙ্গে দেখা হলেও গত সাড়ে সাত বছর কেটেছে ভার্চুয়াল কথাবার্তার মধ্য দিয়ে। এবার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ায় দেখা হলো মা-মেয়ের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি।

আরও পড়ুন

সাড়ে ৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

লন্ডনে তারেক রহমানের সঙ্গে আগে থেকেই অবস্থান করছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়ার সঙ্গে অন্যদের সঙ্গে তার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথিও লন্ডন যাবেন। কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমানও লন্ডনে আছেন।

khaleda2_20

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ১৬ জুলাই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। তখনও তারেক রহমান নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর