উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এয়ারপোর্টের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত জানান। নেতাকর্মীদের ভিড় ঠেলে দুই ঘণ্টায়ও বিমানবন্দরে পৌঁছতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, সোয়া ৮টায় বিমানবন্দরের উদ্দেশে বের হলেও নেতাকর্মীদের চাপে গুলশান-২ নম্বরের গোল চত্বর পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লেগে যায়। এদিকে খালেদা জিয়াকে বহনকারী বিমান রাত ১০টায় ছেড়ে যাবে বলে জানানো হলেও রাত সাড়ে ১০টায়ও তিনি এয়ারপোর্টে পৌঁছাতে পারেননি।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীরা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছেন।
গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিলো বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। এর মধ্যে কাকলীর পর থেকে বিশ্বরোডের ক্যান্টনমেন্ট এরিয়ায় নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিতি থাকলেও বাকি সড়কে ছিল উপচেপড়া ঢল।
বিজ্ঞাপন
নেতাকর্মীদের আশা, খালেদা জিয়া দ্রুতই চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তিনি। প্রায় তিন মাসের বেশি সময় পর ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি।
খালেদা জিয়ার সাথে চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সফরসঙ্গী মোট ১৫ জন।
এমই/জেবি