মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানুষকে ভোট দিতে দিলে হাসিনাকে পালাতে হতো না: সালাম

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

মানুষকে ভোট দিতে দিলে হাসিনাকে পালাতে হতো না: সালাম
প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম। সাবেক প্রধানমন্ত্রী মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিলে তাকে এভাবে পালাতে হতো না বলে মনে করেন বিএনপি নেতা।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আব্দুস সালাম বলেন, ভোটের জন্যই রক্ত দিয়েছি, ভোট দেওয়ার সুযোগ দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না। যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না। ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। দেশের মানুষ বাকশালের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা হয়েছে। এই দেশের মালিক আমরা, শেখ হাসিনা নয়, ইন্ডিয়া নয়। যারা রাজনৈতিক বিভক্তি করার চেষ্টা করছেন সবার অতীত জানি।

আরও পড়ুন

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না: আমিনুল

আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি: টুকু

ভারতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এদেশের মানুষ আর ফেলানী হতে চায় না। পরাধীন ও আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না। সেটা শিখিয়েছে বিএনপি। বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত, একটি আধিপত্যবাদী শক্তি আর অন্যটি জাতীয়তাবাদী শক্তি। এর মাঝামাঝি কিছু নেই।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।


বিজ্ঞাপন


এসময় আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রয়ী নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর