সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচিতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলায় দুই আসামিকে গ্রেফতার ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (৬ জানুয়ারি) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আজ দুপুর ২টায় বিএসএমএমইউ’র জরুরি বিভাগের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হামলার শিকার ফারুক হাসান উপস্থিত থাকবেন। এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।


বিজ্ঞাপন


attack
গত শনিবার হামলায় আহত হন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

গত শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক হাসানের ওপর হামলা হয়। ফারুক হাসান অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে অতিথি করা হয়। আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত হামলা করা হয়।

হামলার পর ফেসবুক লাইভে এসে ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন ফারুক হাসান। পরে অবশ্য সেই ভিডিও মুছে ফেলেন তিনি।

ফারুক হাসানের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল গণঅধিকার পরিষদ।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর