বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মঈন খানের বাসায় চীনের রাষ্ট্রদূতের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

মঈন খানের বাসায় চীনের রাষ্ট্রদূতের নৈশভোজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় নৈশভোজের পাশাপাশি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘দ্বিধাদ্বন্দ্ব ও বিভেদ দূর করে মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’

এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ও রাজনৈতিক প্রধান কর্মকর্তা। 

জানা গেছে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবশ্যম্ভাবী ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এ নৈশভোজ ও মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর