সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন: গয়েশ্বর 

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন: গয়েশ্বর 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তার বাবা শেখ মুজিবুর রহমানকে ‘দ্বিতীয়বার হত্যা করেছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


১৫ আগস্টের কথা উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, এক ১৫ আগস্টে (১৯৭৫ সাল) শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্টে (২০২৪ সাল) কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। এতে বলা যায়, শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছেন যে মসজিদে তাঁর জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ।

শেখ মুজিবুর রহমান বড় না জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘যে যার অবস্থানে শ্রেষ্ঠ। এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত চেয়ে ভারতের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমি ভারত সরকারকে বলব, আপনারা তো এত দিন দেশ চালাইলেন, এইবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন আমরা রিসিভ করব।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কথা দিলাম, আমরা ন্যায়বিচার করব। প্রচলিত যে বিচার হচ্ছে, সে বিচারে একটু দাঁড়ান। আপনারা যে অপরাধ করেছেন, প্রচলিত আইনে নরমাল যে বিচার হবে, তাতে আপনাদের যত দিন জেল হবে, সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাদের দেয় নাই।’

ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর