শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ভারত সরকারকে ক্ষমা চাইতে হবে: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

ভারত সরকারকে ক্ষমা চাইতে হবে: খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। এই ঘটনায় ভারত সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে।


বিজ্ঞাপন


মজলিস নেতারা বলেন, আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো সভ্য দেশে এই ধরনের বিদেশি দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর