শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সত্য সবসময় ষড়যন্ত্র ও মিথ্যার ওপর বিজয়ী হয়: তারেক রহমান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

সত্য সবসময় ষড়যন্ত্র ও মিথ্যার ওপর বিজয়ী হয়: তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হলো, এটি ষড়যন্ত্র ও মিথ্যার ওপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয়, অবশেষে ন্যায় এবং ন্যায্যতা জয়ী হয়।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।

 

tarique


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, সেই যাত্রায়, আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মৃত্যদণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্স) হাইকোর্ট খারিজ করে দেন। অভিযোগ গঠনে ত্রুটির কারণ দেখিয়ে এই রায় দেওয়া হয়।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর