মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের আকাশে এখন কালো শকুন ঘোরাফেরা করছে: শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের আকাশে এখন কালো শকুন ঘোরাফেরা করছে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের আকাশে এখন কালো শকুন ঘোরাফেরা করছে। এই শকুনের দিকে আমাদের তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো ভাবেই মাটিতে নামতে দেওয়া যাবে না। কয়েক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে।

তিনি বলেন, আপনারা মাঝে মাঝে ফুসফাঁস টের পাচ্ছেন? আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আর ওরা আমাদের ধৈর্যের সুরসুরি দেয়। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মা-বোনেরা নিঃসংকোচে কর্মস্থলে সুরক্ষা পাবে, রাস্তাঘাটের সুরক্ষা পাবে, সর্বোপরি সর্বক্ষেত্রে সুরক্ষা পাবে। আমরা যে দেশ চাই, সে দেশে মসজিদ, মন্দির কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না। সব ধর্মাবলম্বীরা তাদের মতো করে শান্তিতে তাদের ধর্ম পালন করবে।


বিজ্ঞাপন


thumbnail_20241130_140320

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামের আমির বলেন, ওরা বলেছিল আওয়ামী লীগ সরকারের পতন হলে মাত্র দুই দিনে প্রতিপক্ষ লোকেরা ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটাবে। সেটা কি বাংলাদেশে হয়নি। ওরা কাণ্ডজ্ঞানহীন ছিল। তবে এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালিয়ে যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই গণহত্যা করতে দেয়নি।

আরও পড়ুন

ভোগ নয়, মানুষের সেবার জন্য মন প্রস্তুত রাখুন: জামায়াত আমির

দীর্ঘ ১৫ বছর পর জামায়াতে ইসলামীর রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার কর্মী সমাবেশ বিশাল জন সমুদ্রে পরিণত হয়। কর্মী সমাবেশ উপলক্ষে শহরের গণমুখী মাঠ দুপুরের আগেই কানাই কানাই পূর্ণ হয়ে যায়। শহরের প্রতিটি রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

thumbnail_20241130_150619

ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশকে প্রাণ দিয়ে আমরা ভালোবাসতে চাই। এজন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুপির বাড়ি নেই। এটি আমাদের দুনিয়া ও আখেরাতের ঠিকানা। আমাদের ওপর জুলুম করা হয়েছে। আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। আল্লাহকে আমরা কৃতজ্ঞতা জানাই তিনি বাংলাদেশের মতো একটি সুন্দর দেশে আমাদেরকে পাঠিয়েছেন। আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। সব ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই।

thumbnail_20241130_140429

সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদেদশ আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মহাদ্দিস রবিউল বাসার প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর