শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দখল-সন্ত্রাসে জড়িয়ে বহিষ্কার বিএনপির ৪ নেতাকর্মী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

দখল-সন্ত্রাসে জড়িয়ে বহিষ্কার বিএনপির ৪ নেতাকর্মী

নানা অপরাধের অভিযোগ আমলে নিয়ে বিএনপির মহানগর ও পৌর শাখার একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে তাদের বহিষ্কারের চিঠিতে।

রোববার (২৭ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর