মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

যারা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে: নুর

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার যে ত্যাগ সেটা কোনোভাবেই মূল্যায়ন করা সম্ভব না, তাদের অর্থ দিয়ে কিংবা সহযোগিতা করে। তারপরেও আমাদের দায় রয়েছে যে, আমাদের ডাকে আন্দোলন-সংগ্রাম করে ঝাঁপিয়ে পড়ে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এবং সে দায়ে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গঠন করেছি সে দায়টা সরকারকে পূরণের উদ্যোগ নিতে হবে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই এলাকায় গুলিতে নিহত টাঙ্গাইলের গোপালপুরের নলিন গ্রামের মেধাবী কলেজ শিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে গত বুধবার ১৬ অক্টোবর রাতে জামালপুর থেকে সমাবেশ শেষে ফেরার সময় টাঙ্গাইলের গোপালপুরের ননিল বাজারে এক পথসভা শেষে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্দোলনে নিহত শহীদ ইমনের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন নূরুল হক ভিপি নূর।

ভিপি নুর বলেন, আমরা নাগরিকদের পক্ষ থেকে ও সমাজের পক্ষ থেকে চেষ্টা চালাব নিজেদের জায়গা থেকে কিছু করার এবং সরকার যেন সেটা নিশ্চিত করে, সেটার প্রতি নজর রাখে। ইতোমধ্যে সরকার প্রতিশ্রুতি মতে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সেখানে প্রায় শতকোটি টাকার ফান্ড জমা হয়েছে। আশা করছি, আন্দোলনে প্রত্যোকটি শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে।

আর্থিক সহায়তা প্রদানকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, পরিষদের উচ্চতর সদস্য ও দফতর সম্পাদক শাকিলউজ্জামান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নিহত ইমনের ছোট ভাই সুজনসহ দলটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন