বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আবারও যেন রাজপথে নামতে না হয়, এজন্য নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
বুধবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ডেমোক্রেটিক পার্টির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মণির স্মরণসভায় তিনি এই দাবি করেন।
বিজ্ঞাপন
ফারুক বলেন, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে করতে হবে। সংস্কারের নামে শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারি পদগুলোতে বসার সুযোগ খুঁজছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না।
বিচারের নামে যারা প্রহসন করেছে তারা এখনও সপদে বহাল তবিয়তে টিকে রয়েছে বলেও মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাদের নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আয়না ঘরের সৃষ্টি করেছে তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে ড. ইউনূসের সরকারকেই।
/এএস

