সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দলীয় পদ স্থগিত হচ্ছে বিএনপি নেতা রবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

দলীয় পদ স্থগিত হচ্ছে বিএনপি নেতা রবির
ফাইল ছবি

দীপ্ত টিভির কর্মী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নাম থাকায় দলীয় পদ স্থগিত হচ্ছে বিএনপি নেতা রবিউল আলম রবির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হচ্ছে। 


বিজ্ঞাপন


সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

দীপ্ত টিভির কর্মী হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার, যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। রবি আবাসন প্রতিষ্ঠানটির মালিক। পুলিশ জানিয়েছে, রবিউল আলম রবিকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে রবিকে শোকজ করে বিএনপি।


বিজ্ঞাপন


অবশ্য বিএনপি নেতা রবি এক বিজ্ঞপ্তিতে তাকে অন্যায়ভাবে জড়ানোর অভিযোগ করেছেন। পাশাপাশি বিস্তারিত জেনে সত্য তথ্য তুলে ধরতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর